মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারেনি। লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে সাকিব আল হাসান বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। ব্যাটে-বলে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ৬০৬ রান ও ১১টি উইকেট পেয়েছেন; যা বিরল বলা যায়। এজন্য তিনি বিশ্বকাপে সেরা একাদশের তালিকায় ছিলেন। কিন্তু বিশ্বকাপ সেরা পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। যোগ্যতার বিচারে সাকিবেরই এ পুরস্কার পাওয়ার কথা। অথচ সবাইকে অবাক করে বিচারকরা উইলিয়ামসনকে বেছে নেন। যাক সাকিবের সেরা তালিকায় থাকাটা বড় চমকই বলা যায়। কেননা এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেটার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের সেরা পাঁচে মনোনীত হন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার না পেলেও আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব। এই একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন। সেরা একাদশে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কার কেউ সুযোগ পাননি। ভারতের রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাহর নাম রয়েছে। সাকিব সেরা একাদশে সুযোগ পেলেও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সেরা একাদশে জায়গা না হওয়াটা সত্যিই বিশ্বয়ের। ২০টি উইকেট পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন মুস্তাফিজ।

বিশ্বকাপ একাদশ : জেসন রয় (ইংল্যান্ড), রোহিত শর্মা (ভারত), কেন উইলিয়ামসন (অধিনায়ক নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জফরা আর্চার (ইংল্যান্ড), লগি ফার্গুসন (নিউজিল্যান্ড) ও যশপ্রীত বুমরাহ (ভারত)।

সর্বশেষ খবর