বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অর্থ পাচার বন্ধে সমন্বিত পদক্ষেপ দরকার

-ড. সালেহ উদ্দিন আহমেদ

অর্থ পাচার বন্ধে সমন্বিত পদক্ষেপ দরকার

অর্থ পাচার বন্ধে সমন্বিত পদক্ষেপ দরকার বলে মনে করেন খ্যাতনামা অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে দেখছি ভিন্ন  ভিন্ন সংস্থা অর্থপাচার বন্ধে কাজ করছে। তিনি মনে করেন, এসব সংস্থা সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে এ উদ্যোগ কাজে আসবে না। ড. আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন। তিনি খেলাপি ঋণের বিপর্যয় থেকে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রসঙ্গে বলেন, এ খাতে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের ছোট ছোট সার্কুলার দিয়ে সমস্যার সমাধান হবে না। ব্যাংকিং খাতের ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে।  তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন এখন খুবই জরুরি। এর সঙ্গে আবার বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ব্যাংক খাতে সুশাসনের জন্য এমডি ও পরিচালক নিয়োগে রাজনৈতিক বিবেচনা বন্ধ করতে হবে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর পরিচালক নিয়োগের ক্ষেত্রেও নতুন গাইড লাইন তৈরি করতে হবে- কারা পরিচালক হতে পারবেন, কারা পারবেন না। ড. সালেহ উদ্দিন আহমেদের মতে, ব্যাংক খাতে যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। কারণ খেলাপি সমস্যাটি দীর্ঘদিনের। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আগে স্বীকার করতে হবে আমাদের সংকট খুব বেশি। এ সংকট থেকে আমাদের বের হতে হবে। সদিচ্ছা থাকতে হবে সরকারের। যারা অপরাধ করেছেন তাদের শাস্তি দিতে হবে। শুধু ঘোষণা করলাম, তাতে সমস্যার সমাধান হবে না। প্রচার করে ঘোষণা দিয়ে এসব করার দরকার নেই। এ অর্থনীতিবিদ মনে করেন, এখন এ খাতে শৃঙ্খলা নিয়ে আসতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে খেলাপি ঋণ আদায় করতে হবে। যে কোনো উপায়ে অধিকাংশ খেলাপি ঋণ আদায় করতে হবে। প্রত্যেক ঋণের পর্যবেক্ষণ কার্যক্রম কঠোরভাবে মানতে হবে প্রত্যেকটি ব্যাংকের। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং কার্যক্রম আরও কঠোর ও জোরদার করতে হবে।

সর্বশেষ খবর