বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সরকারের রাজনৈতিক অঙ্গীকার দেখতে চাই

-খোন্দকার ইব্রাহীম খালেদ

সরকারের রাজনৈতিক অঙ্গীকার দেখতে চাই

দেশের ব্যাংকিং খাতের বিপর্যয় ঠেকাতে খেলাপি ঋণ ও অর্থ পাচারকারীদের দমনের জন্য সরকারের পূর্ণ রাজনৈতিক অঙ্গীকার দেখতে চান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেছেন, যত বাধাই আসুক, মানব না। সরকারের ভিতর থেকে এ ধরনের রাজনৈতিক অঙ্গীকার যখন আসবে, তখনি ঘুরে দাঁড়াবে আর্থিক খাত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খ্যাতনামা অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি আরও বলেছেন, কোম্পানি আইনের দুটি ধারা সংশোধন করতে হবে। ব্যাংকগুলোতে অঘটন ঘটলে দায়ী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু বেসরকারি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এ জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। ফারমাস ব্যাংকের দুর্যোগ মোকাবিলায় ক্ষমতা প্রয়োগ করেনি বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, এখনো বেসরকারি খাতের দুটি ব্যাংকের অবস্থা ভালো নয়। জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বেসরকারি ব্যাংকগুলোতে নজরদারি বাড়াতে হবে। অর্থপাচার প্রসঙ্গে  খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউকে শক্তিশালী করতে হবে। গোপন তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যান্য সংস্থার সঙ্গে সখ্য বাড়িয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তথ্য আদান-প্রদান করতে হবে। কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণ দিতে হবে।

সর্বশেষ খবর