বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভেঙে পড়েছে পুঁজিবাজার

বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সাত দিন ধরে একটানা দরপতন হয়েছে শেয়ারবাজারে। জাতীয় বাজেট পাসের পর থেকে দরপতন হলেও লেনদেনের পরিমাণ চারশ কোটি টাকার ওপরে ছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াইশ কোটি টাকায় নেমেছে। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। টানা দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন গত পাঁচ দিন ধরে। দরপতন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। জানা গেছে, ডিএসইতে গতকাল ২৭১ কোটি ৭৬ লাখ টাকার  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরে ১৫ মে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৫৬ কোটি টাকা। বাজারের এমন অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করে বিনিয়োগকারীরা বলেন, বাজারের এমন বেহাল দশা দূর করতে যদি বিএসইসি কার্যকরী পদক্ষেপ নিত তাহলে বাজার এতদিনে ঘুরে দাঁড়াত। এমন অবস্থায় যদি বিএসইসি-কে ঢেলে নতুন করে সাজানো হয় তাহলেই কেবল বাজারের উন্নতি সম্ভব। বিক্ষোভ প্রদর্শনের সময় বিনিয়োগকারীরা ছয় দফা দাবি জানান। ডিএসই বাজার লেনদেনে দেখা গেছে, ৭ কার্যদিবস পতনের পর সূচকের সামান্য উত্থান হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির বা ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৯৪টির বা ২৭ শতাংশের এবং ৩৬টি বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্লের। কোম্পানিটির ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের ১০ কোটি ৮৫ লাখ টাকার এবং ৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ব্র্যাক ব্যাংক। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : বাংলাদেশ শিপিং করপোরেশন, সিনোবাংলা, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, ঢাকা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং ফেডারেল ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০২ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আজ ১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর