বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আদালতে খুন খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

আদালতে খুন খতিয়ে দেখা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কুমিল্লা আদালতে বিচারকের সামনেই ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় কারও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি পেলে ব্যবস্থা নেব।’ গতকাল রাজধানীর বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিজিবি সদস্যদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এজলাস কক্ষে এমন ঘটনা অনাকাক্সিক্ষত। কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তবে আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা নেওয়া হবে তা আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেয়। আদালতের চাহিদামতোই পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেয়। তবে এমন ঘটনার পর আদালতকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানা পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত বাস্তবায়ন হবে।’ তিনি বলেন, কোর্টে সাধারণত আমাদের পুলিশ সদস্যরা অস্ত্র ছাড়া দায়িত্ব পালন করেন এবং কোর্ট নিরাপত্তার জন্য নির্দেশনা দেয়। পুলিশ ও কারারক্ষীরা সে অনুযায়ী কাজ করেন। আমরা কোর্টকে সুপারিশ করতে পারি, যাতে স্ক্যানারের মাধ্যমে সবাইকে কোর্টে প্রবেশ করতে দেওয়া হয়; যাতে কোনোভাবেই এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।’ সোমবার হত্যা মামলায় হাজিরা দিতে এসেছিলেন দুই আসামি। চলছিল সাক্ষ্য গ্রহণ। ঠিক এ সময় বিচারকের সামনেই ফারুক নামে এক যুবক খুন হন আরেক যুবকের হাতে। 

সর্বশেষ খবর