বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

১/১১ কুশীলবদের বিচার চান হানিফ

নিজস্ব প্রতিবেদক

১/১১ কুশীলবদের বিচার চান হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১/১১-এর কুশীলবদের বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পিছনে যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতা-কর্মীদের সাবধান থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি-জামায়াত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তা মোকাবিলা করার শক্তি আমাদের আছে। বর্তমানে আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। বিএনপি কখনই গণতান্ত্রিক দল ছিল না। তাদের জন্ম হলো বন্দুকের নলের আগায়। আর তারা আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে চায়। বিএনপির কারণে ২০০৭ সালের এই দিনে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর