বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মোবাইলে থাকবে ৯০ শতাংশ সরকারি সেবা : জয়

নিজস্ব প্রতিবেদক

মোবাইলে থাকবে ৯০ শতাংশ সরকারি সেবা : জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারি সেবাগুলো সহজে ও দ্রুততম সময়ে জনগণের মাঝে পৌঁছে দিতে চাই আমরা। আর সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের টার্গেট প্রায় ৯০ শতাংশ সরকারি সেবা মানুষের মোবাইলে থাকবে; আঙ্গুলের সামনে থাকবে। অর্থাৎ কোনো সরকারি অফিসে আসতে হবে না। সাধারণ নাগরিকদের জীবনের সহযোগিতা অর্থাৎ সময় বাঁচানোর কাজ, এটাই ডিজিটাল বাংলাদেশের মিশন। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করতে ‘পরিচয় ডট জিওভি ডট বিডি’ নামে একটি গেটওয়ে সার্ভারের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা দ্রুত এবং সহজে জনগণের কাছে পৌঁছানো যাবে। সজীব ওয়াজেদ জয় বলেন, আস্তে আস্তে আমাদের যত সরকারি সেবা এবং বেসরকারি যত সেবা নতুন নতুন ডিজিটালাইজড হচ্ছে, তারা যখন নাগরিককে সার্ভিস দিতে যান, তখন নাগরিকের সেই পরিচয়, আসলে এটা কি সেই ব্যক্তি কি না? এই এনআইডিটি কি সত্য, এটা কি আসলেই তার নাম, এই ভেরিফিকেশনটা করার প্রয়োজন দাঁড়িয়ে যায়। অনেকদিন ধরে আমরা চেষ্টা করতে করতে এখন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে আজকে আমাদের আইসিটি মিনিস্ট্রি এটা করতে পেরে খুবই আনন্দিত। এই সার্ভিস আজকে বাংলাদেশের মানুষের জন্য দিতে পেরে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের কাছে সরকারি সেবাগুলোকে আরও সহজে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। আজকে থেকে ‘পরিচয় গেটওয়েটি’ সরকারি এবং বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে।  যেন দ্রুত সেবাগুলোকে সহজে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। অনুষ্ঠানে ‘পরিচয় ডট জিওভি ডট বিডি’ (porichoy.gov.bd) নামের ওয়েবসাইটটি সম্পর্কে জানানো হয়, ‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার; যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি-বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদের, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। কোনো ব্যক্তি বা সংস্থা পোর্টালটিতে নিবন্ধের মাধ্যমে এবং নির্দিষ্ট ফি দেওয়া সাপেক্ষে কোনো নাগরিকের এনআইডি তথ্য যাচাই করতে পারবেন।

এনআইডি-তে একজন নাগরিকের প্রায় ২৫ ধরনের তথ্য থাকলেও এনআইডি নম্বর থেকে ৫-৬টি তথ্য যাচাই করা যাবে এই ওয়েবসাইটে। এগুলো হচ্ছেÑ নাগরিকের নাম, বাবা ও মায়ের নাম-ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি। তবে এসব তথ্য পেতে কোনো সংস্থা বা ব্যক্তিকে কত টাকা ফি দিতে হবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর