Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ জুলাই, ২০১৯ ২৩:৫৮

পুরান ঢাকায় ভবন ধস

বাবার লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

বাবার লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

পুরান ঢাকার পাটুয়াটুলীতে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ সময় ভবনের নিচে ফল ব্যবসায়ী জাহিদুল ব্যাপারী (৬০) ও তার ছেলে শফিকুল ব্যাপারী (১৮) আটকা পড়েন। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে জাহিদুলের লাশ উদ্ধার করা হয়। তবে তার ছেলে শফিকুল তখনও নিখোঁজ বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন। 

দুপুরে পাটুয়াটুলীর সুমনা হাসপাতালের পাশের ৬ নম্বর লেনে তিনতলা ভবন ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, শত বছরের পুরনো ওই ভবন একরকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাথের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন। নিচতলায় এক ঘরে থাকতেন জাহিদুল ও তার ছেলে। জাহিদুলের ভাই তাদের বাসায় গেলে ভবনটি ধসে পড়া অবস্থায় দেখতে পান। ভোর থেকে বাবা ও ছেলে দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায় বলেও জানান স্বজনরা। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মন্তব্য