বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অতিথি পাখিরা দলের জন্য অশনিসংকেত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অতিথি পাখিরা দলের জন্য অশনিসংকেত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায় এসেছে। এ সময় দলে অনেক অতিথি পাখি ঢুকেছে। এসব অতিথি পাখি দলের জন্য অশনিসংকেত। এমন সুযোগসন্ধানীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিরাপদ রাখতে প্রত্যেক দলীয় নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। গতকাল গণতন্ত্র বন্দী দিবস উপলক্ষে আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। তথ্যমন্ত্রী বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ১/১১ এর দুঃসময় এবং তারও আগে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ২১ বছর ধরে বুকে পাথর চাপা বেদনায় যেসব নেতা-কর্মী দলকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, তারাই আজ আমাদের সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধির শক্তি।

সর্বশেষ খবর