বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এজলাসে বিচারকও নিরাপদ নন

নিজস্ব প্রতিবেদক

এজলাসে বিচারকও নিরাপদ নন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে কী ভয়ঙ্কর পরিস্থিতি হলে একজন বিচারক এজলাসে নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কবোধ করেন! কুমিল্লার আদালতে বিচারকের খাসকামরায় কী ভয়াবহ হত্যাকা- ঘটেছে তা উপস্থিত সবাই দেখেছেন। আদালতের বিচারক, কর্মকর্তা, পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সামনে এক আসামি আরেক আসামিকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেয়ারবাজার দৈন্য-দশাগ্রস্ত দাবি করে রিজভী বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকা মানে শেয়ারবাজার কেলেঙ্কারি, লুটপাটের মহোৎসব। আওয়ামী সরকার আর শেয়ারবাজার একসঙ্গে চলতে পারে না। ১৯৯৬ সালের পর ২০১০ সালে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকার বাজার মূলধন লুট হয়। এ টাকা ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। আর ক্ষমতাসীন দলের রথী-মহারথীরা এ লুটপাটের নায়ক।

সর্বশেষ খবর