শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের আন্দোলনের কারণেই ১/১১-এর সময় কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি মিলেছিল। ওই সময় আওয়ামী লীগ ছাড়া কেউ মাঠে আন্দোলন করেনি। বর্তমানে বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর। তবে এখন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ার বিকল্প নেই। গতকাল  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ বক্তব্য দেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। জনগণের কণ্ঠ রোধ করার জন্য সেদিন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেন, ১৬ জুলাই শেখ হাসিনার বন্দী দিবস নয়, এটি হচ্ছে গণতন্ত্রের বন্দী দিবস। বাংলাদেশে দুর্নীতি ও দুঃশাসন চালিয়েছিল বিএনপি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিল। কিন্তু দেখলাম যারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, যে দলের কর্মকাে  বাংলাদেশের সম্মান বিশ্বসভায় ভূলুণ্ঠিত হয়েছিল, যারা দেশকে সন্ত্রাস এবং নৈরাজ্যের অভয়ারণ্য বানিয়েছিল, হাওয়া ভবন স্থাপন করে সমান্তরাল সরকার পরিচালনা করেছিল, বাংলাদেশকে যারা জঙ্গিদের অভয়ারণ্য বানিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি; বরং এগুলোর বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন, সেই নেত্রী শেখ হাসিনাকে সেদিন গ্রেফতার করা হয়। আজ বিএনপি নেতা-কর্মীরা সরকারের সব উন্নয়নের মধ্যেই কিন্তু দুর্নীতি খুঁজতে চায়। বিএনপির শাসনে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বব্যাংক তাদের পাঁচটি প্রকল্প থেকে অর্থ ফিরিয়ে নিয়েছিল। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালের এক সমাবেশে বলেছেন, দেশে নাকি সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ একটি ভোটও পাবে না। কোনো মানসিক রোগীও তো বলতে পারে না একটি ভোটও আওয়ামী লীগ পাবে না। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, তাদের নেত্রী খালেদা জিয়া খেতে পারছেন না, প্রাণহানির শঙ্কা রয়েছে। পরে জানতে পারি খালেদা জিয়ার জিবে কামড় লাগায় কয়েকদিন খেতে পারেননি। আবার তারা আন্দোলনের হুমকি দেন যা দেশবাসীর কাছে হাস্যকরে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আইনি প্রক্রিয়া ছাড়া তাদের নেত্রীর মুক্তি সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর