রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
প্রিয়া সাহাকে নিয়ে যত বিতর্ক

জিজ্ঞাসাবাদ দেশে ফিরলে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অভিযোগ প্রিয়া সাহা কোন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলেছেন, দেশে ফিরলেই সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের খবর দেওয়ার পেছনে নিশ্চয়ই তার একটি উদ্দেশ্য আছে। গতকাল ঢাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসিতে এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রিয়া সাহা হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে যেভাবে বলেছেন তাতে সারা বাংলাদেশ বিস্ময় প্রকাশ করেছে। কোন জায়গাটিতে এ ঘটনা ঘটেছে, কে কে ভিকটিম হয়েছে এ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। তিনি এলে আমরা জিজ্ঞাসা করব- কোথায় ঘটনাটি ঘটেছে, কার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন ঘটনায় আমরা সঠিক তদন্ত করিনি বা করেছি। নিশ্চয়ই তিনি একটা উত্তর দেবেন, আমরা সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। এ ধরনের অসত্য খবর দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের প্রত্যাশা, তিনি দেশে ফিরে আসবেন এবং যেটা বলেছেন সেটা প্রমাণ করবেন। প্রিয়া সাহার বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, প্রিয়া সাহা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন। তথ্য-প্রমাণ ও তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে কারও জমি ছিনিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।

সর্বশেষ খবর