রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ছেলেধরা নিয়ে গুজব, পুলিশ সদর দফতরের সতর্কতা

ছেলের স্কুলে ভর্তির খোঁজ নিতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা

সাভারে আরও এক নারী, সিদ্ধিরগঞ্জে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক, সাভার ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাচ্চা চোর সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। সন্তানকে ভর্তির জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান ওই নারী। তার নাম তাসলিমা বেগম রেণু (৪০)। সকালে রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটলেও এই হতভাগ্য মায়ের পরিচয় মেলে রাতে। নিহত তাসলিমার ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু লাশ শনাক্ত করেন। অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে বাড্ডা থানায় গত রাতে মামলা করেছেন তিনি। টিটু মুঠোফোনে বলেন, হত্যার শিকার ওই নারী তার খালা তাসলিমা বেগম রেণু। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মহাখালীর ৩৩/৩ জিপি ওয়্যারলেস গেটে থাকতেন। তার দুই ছেলে। এর আগে তিনি স্কুলের পাশে আলী মোড় এলাকায় স্বামী তসলিম হোসেনের সঙ্গে পরিবার নিয়ে থাকতেন। দুই বছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে তালাক হয়ে যায়। এর পর থেকে সন্তানদের নিয়ে তিনি মহাখালীতে বাসা ভাড়া করে থাকতেন। লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার সোনাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের মেয়ে রেণু। সৈয়দ নাসির উদ্দিন টিটু বলেন, তার খালা রেণু গতকাল সকালে উত্তর বাড্ডায় ওই স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করার জন্য খোঁজখবর নিতে। আর সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘পুলিশ প্রশাসন থাকতে কীভাবে ওই এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করল। আমি এর বিচার দাবি করি।’ বাড্ডা থানার ওসি অপারেশন ইয়াসিন গাজী বলেন, হত্যার শিকার নারীর ভাগ্নেসহ স্বজনরা প্রাথমিকভাবে তাকে শনাক্ত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে। এদিকে সাভার তেঁতুলঝোরা স্কুল অ্যান্ড কলেজের সামনে গতকাল সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতনামা (৫০) এক নারীকে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার হন। বিকাল সাড়ে ৪টায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে ২০৪ নম্বর ওয়ার্ডে সন্ধ্যায় তার মৃত্যু হয়। অন্যদিকে একই সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জের মিজমিজির আল-আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় পাইনাদী নতুন মহল্লা এলাকায় ছেলেধরা সন্দেহে শারমিন বেগম (৩৫) নামে এক নারীকে গণপিটুনি দিয়ে আটক করে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ওই নারীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল-আমিন নগর এলাকায় আইডিয়াল ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী সাদিয়াকে সকাল ৮টার দিকে ধরে নিয়ে যাচ্ছিল এক যুবক। এ সময় ওই স্কুলেরই এক শিক্ষক সামনের একটি ফার্মেসিতে বসে ছিলেন। ধরে নিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থী তার শিক্ষককে দেখে ‘স্যার, স্যার’ বলে চিৎকার করলে ওই যুবক শিশুটিকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। কিন্তু ওই শিক্ষার্থী জানায়, সে তার বাবা নয়। ওই যুবককে দাঁড়াতে বললে সে একটি রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর