রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কা সিরিজ অনেক চ্যালেঞ্জের

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সিরিজ অনেক চ্যালেঞ্জের

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছেন হঠাৎ করে। মাশরাফি বিন মর্তুজা অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেলেই তার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়। দায়িত্ব পেয়ে গতকাল দল নিয়ে উড়ে গেছেন শ্রীলঙ্কায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে জানান সিরিজটি কঠিন হবে, ‘ঘরের মাটিতে শ্রীলঙ্কা বরাবরই কঠিন প্রতিপক্ষ। যদিও আমরা তাদের বিপক্ষে গত কয়েকটি সিরিজে ভালো খেলেছি। তারপরও আমি মনে করি শ্রীলঙ্কা সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে।’ ১৪ সদস্যের স্কোয়াডের মাত্র ৮ জন গতকাল ঢাকা ছেড়েছেন। বাকিদের মধ্যে মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ আগামীকাল ঢাকা ছাড়বেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলছেন সাব্বির, মিথুন, ফরহাদ, মিরাজ, রুবেল। বিসিবি একাদশের হয়ে ভারতে খেলছেন তাসকিন ও তাইজুল। ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফর থেকে নাম প্রত্যাহার করে নেন টাইগার অধিনায়ক মাশরাফি ও সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। পিঠের ব্যথায় আঘাতপ্রাপ্ত সাইফুদ্দিনকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর