বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দায়িত্ব নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

দায়িত্ব নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিট ঝড়ের মুখে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গতকাল স্থানীয় সময় বিকালে বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের উপস্থিতিতে তিনি দায়িত্ব নেন। এর আগে ব্রেক্সিট ঝড়ের শিকার তেরেসা মে রানীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিবিসি। গত মঙ্গলবার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বরিস। শপথের পর রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে এক সংক্ষিপ্ত ভাষণ দেন নতুন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাধীনতা, মুক্তমত আইনের শাসন এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে। এ জন্যই আগামী ৩১ অক্টোবর আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাব। 

সর্বশেষ খবর