বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কানাডায় সস্ত্রীক রাজনৈতিক আশ্রয় এস কে সিনহার

জুলকার নাইন

কানাডায় সস্ত্রীক রাজনৈতিক আশ্রয় এস কে সিনহার

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গত ৪ জুলাই যুক্তরাষ্ট্র  থেকে কানাডায় গিয়ে তিনি এ আবেদন করেন।          এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন এস কে সিনহা। প্রায় ছয় মাস পার হলেও সে আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্র।

এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের খবর প্রকাশ হয়েছে ইতালিয়ান ভাষার কানাডার পত্রিকা কোরিয়েরে কানাডিজে। প্রতিবেদনে এস কে সিনহার দীর্ঘ ক্যারিয়ারের বর্ণনা দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক ও অন্যান্য বাধার কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে কানাডা সরকার আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করা হয়েছে প্রতিবেদনে।

সর্বশেষ খবর