শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওয়েজবোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক

ওয়েজবোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

সংবাদপত্রে বেতন-ভাতাসংক্রান্ত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। কমিটির সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, তবে এই চূড়ান্ত রিপোর্টই চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল মন্ত্রিসভা। তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভা কমিটি যে প্রতিবেদন ং যুক্তিসংগত। সচিবালয়ে গতকাল মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। এতে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, তাদের রিপোর্টটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে আমরা পাঠিয়ে দেব। মন্ত্রিসভায় অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ হবে। চূড়ান্ত সুপারিশে কী আছে সে বিষয়ে কোনো আভাস দেননি ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ এমনিতে গুজবের অনেক বড় ফ্যাক্টরি, তাই আমরা কোনো মন্তব্য করে গুজবের ডালপালা বিস্তার করতে চাই না। প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফেরার পর মন্ত্রিসভার যে কোনো বৈঠকে বিষয়টি উঠবে। এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন হবে, সে আইনে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের ওয়েজবোর্ডের বিষয় থাকবে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ বিষয়ে বলেন, নবম ওয়েজবোর্ড শুধু সংবাদপত্রের জন্যই। কারণ এর ম্যান্ডেটের মধ্যে ইলেকট্রনিক মিডিয়া নেই। তাই এ ওয়েজবোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্তি সম্ভব নয়। তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে। ওই আইন পাস হলে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের বেতন কাঠামোর আওতায় আনা হবে। প্রসঙ্গত, গত বছরের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে গঠিত ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড কমিটি গত বছরের ৪ নভেম্বর তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে সংবাদকর্মীদের বেতন-ভাতা সর্বোচ্চ ৮৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন গত বছরের ৩ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে তোলা হলে মন্ত্রিসভা তা পরীক্ষা করে সুপারিশ দিতে তদানীন্তন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি করে দেয়। আবার নতুন সরকার গঠনের পর গত ২১ জানুয়ারির মন্ত্রিসভা বৈঠকে আগের মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি করে দেয়।

সর্বশেষ খবর