শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে ফেরাব

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে ফেরাব

বরিস জনসন

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে বরিস জনসন বলেছেন, ‘ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্যকে আবার শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনব।’ এর আগের দিন বুধবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরে প্রবেশের আগেও প্রায় একই কথা বলেন জনসন। রয়টার্স।

জনসন বলেন, ‘৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করাই হবে আমাদের লক্ষ্য, যাতে আমাদের মহান যুক্তরাজ্যকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, আবারও শক্তিশালী করে তুলতে পারি এবং এই দেশকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে পরিণত করতে পারি।’

প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাজ্য যখন ব্রেক্সিট নিয়ে খাবি খাচ্ছে, এক সাক্ষাৎকারে তখন ট্রাম্প বলেছিলেন, বরিস জনসন যুক্তরাজ্যের

কনজারভেটিভ পার্টির নেতৃত্বে এলে তা হবে ‘অসাধারণ’। পর্যবেক্ষকরা বলছেন, দুজনের কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, আলটপকা মন্তব্য করার অভ্যাস, এমনকি চুলের ধরনেও অনেক মিল খুঁজে পান অনেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আসীন হয়ে বরিস জনসন যে স্লোগান তুললেন, তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুবহু প্রতিধ্বনি। কারণ বিশ্বকে চমকে দিয়ে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর