শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু মহামারী আকার নেয়নি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু মহামারী আকার নেয়নি

ডেঙ্গু পরিস্থিতি এখনো ‘মহামারী’ আকার ধারণ করেনি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনো মহামারী আকার নিয়েছে বলা যায় না। মহামারীর একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস লিডাররা ওই মতবিনিময়ে অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের সাঈদ খোকন বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে পরামর্শ করার পর এটি নিশ্চিত করা যেতে পারে যে, ডেঙ্গু মহামারী কিনা। একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করে তোলার চেষ্টা করছে। ঢাকা শহরে তিন লাখের বেশি ডেঙ্গু রোগী নেই দাবি করে মেয়র বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত থেকে দশ হাজার।   

মতিবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা ও ছেলেধরার গুজব একই সূত্রে গাঁথা। এ নিয়ে গুজব রটনাকারীদের ছাড় দেওয়া হবে না। কেউ যদি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বা কতজন মারা গেছেন- সে সংখ্যা সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ করার চেষ্টা করে, গুজব ছড়িয়ে কাল্পনিক গল্প বানিয়ে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না। যারা ছেলেধরার গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কঠোর থেকে কঠোরতর হচ্ছে। সাঈদ খোকন বলেন, আমরা বারবার দেখেছি, মানুষ যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে, নিজের জীবনমান পরিবর্তনের চেষ্টা করে, তখনই ষড়যন্ত্র শুরু হয়। দেশের মানুষ সুখে থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক- তারা তা চায় না। তবে অর্থনৈতিক মুক্তি সংগ্রামকে কোনো ষড়যন্ত্রকারী ব্যাহত করতে পারবে না। মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসাঈন, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর