রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রূপনগরে জঙ্গি আস্তানা

খিলগাঁওয়ে বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রূপনগরে জঙ্গি আস্তানা

খিলগাঁওয়ে উদ্ধার বিভিন্ন অস্ত্র

রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানা সন্দেহে একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। পুলিশ বলছে, রূপনগরের ২৮ নম্বর রোডের ২৫ নম্বর বাসায় অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের সদস্য। অন্যদিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি বাসায় অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রূপনগরে গ্রেফতারকৃতরা হলেন আহম্মদ আলী (৫৭), সালমা আহমেদ (৫০), আসমা ফেরদৌস রিফা (২৫), আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া (২৩) এবং কিবরিয়া (২১)। এটিইউর বিশেষ পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা সবাই একই পরিবারের সদস্য, স্বামী-স্ত্রী এবং সন্তান। আহম্মেদ আলী একটি সরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। স্ত্রী সালমা গৃহিণী। বড় ছেলে জাকারিয়া ব্যবসা করলেও বাকি দুজন শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। জানা গেছে, গত শুক্রবার দিবাগত মধরাতে রূপনগরে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। অভিযানের সময় পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, রাত দেড়টায় তারা অভিযান শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে পুলিশের ওপর। পুলিশ পাল্টা সাত রাউন্ড গুলি করে। জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হন। জাকারিয়া নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হন। ওই বাসা থেকে প্রচুর দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

খিলগাঁয় অস্ত্র : রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ দুই সহোদরসহ সন্ত্রাসী চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন খান মো. ফয়সাল, রেজাউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেল আল আবেদিন ওরফে রুবেল। তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। সারা দেশের বিভিন্ন এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করতেন। চাঁদাবাজি ও হত্যা ছিল তাদের প্রধান কাজ। বিদেশেও এ চক্রের সদস্য রয়েছে। বিদেশ থেকে তাদের দলনেতার নির্দেশ পেলেই তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হত্যা করাই ছিল তাদের পেশা। ঢাকার বাইরে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে দীর্ঘদিন ধরে এ কারবারের নিয়ন্ত্রণ করছে এক শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতার করতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর এ সুযোগে পর্দার আড়ালে অর্থাৎ দেশের বাইরে থেকে তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছেন। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, খিলগাঁও সিপাহীবাগ এলাকার বায়তুল হুদা মসজিদ সংলগ্ন ২৬৯/এ/ক নম্বর ফাইভ স্টার নিবাসের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকারী ডিবির (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান রিপন বলেন, গোপন সূত্রে তথ্য পেয়ে ওই ভবনের আট তলার বাঁ পাশের ফ্লাট থেকে জুয়েল ও রুবেলকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওই ফ্লাটে আরও অস্ত্র মজুদ আছে। তখন ফ্লাটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযান চালানোর সময় আরও অনেকে পালিয়ে যায়। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে। সম্প্রতি রাজধানীর ওয়ারী ও ডেমরা এলাকা থেকে আরও একটি একে-২২ রাইফেলসহ আটটি পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়। ওই অস্ত্রের ক্রেতা ছিলেন জামায়াত-শিবিরের কয়েক নেতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর