রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয় -বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লক থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দন্ত বিভাগে নিয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে। বেলা দেড়টার দিকে কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় শ’ খানেক গজ দূরের আরেকটি ব্লকে দন্ত বিভাগে। বেলা সোয়া ২টার দিকে কেবিন ব্লকে ফিরিয়ে নেওয়া হয় তাকে। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি, চোখে ছিল চশমা।  খালেদার দাঁতের চিকিৎসার পর বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরের মাড়ির দুটি দাঁতে ইরিটেশন হচ্ছিল, সেজন্য উনি আনইজি ফিল করছিলেন। এতে তার জিবে ছোট আকারে ঘা হয়েছে। সেটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আজকে তাকে ডেন্টাল বিভাগে নেওয়া হয়। সেখানে আধা ঘণ্টাব্যাপী চিকিৎসা দিয়ে দাঁতের সমস্যাটাকে দূর করে দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের অবস্থার বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক বলেন, উনার চিকিৎসা চলছে, আমাদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে। আমি বলতে চাই গ্র্যাজুয়াল ইমপ্রুভিং। আমি আগেও বলেছি যে, এসব ক্রনিক ডিজিস ডায়াবেটিকস, আর্থরাইটিস এসব রোগ ১০০% ভালো করা ডিফিকাল্ট। এসব মিরাক্যালি ভালো হয়ে যাবে সেটাও নয়। আমি বলব, উনি ভালো আছেন। আপনারা (সাংবাদিকগণ) দেখেছেন উনাকে। উনাকে দেখে মনে হয়েছে কি উনি খুব বেশি অসুস্থ? উনি ভালো আছেন। যেমন এসেছিলেন, তার চেয়ে বেটার, ডেফিনেটলি বেটার আছেন। 

বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের অধ্যাপক শামসুল আলম বিএনপি চেয়ারপারসনের দাঁতের চিকিৎসা দেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি আজকে এক্সজামিন করি, আমি দেখলাম তার কয়েকটা ভাঙা দাঁতের শেকড় রয়ে গেছে। আমরা দুটি দাঁত সমান করে দিই। অন্য দাঁতগুলো ভালো আছে। আমার বিশ্বাস যে, জিবের ক্ষতটা চলে যাবে। তাকে (খালেদা জিয়া) মাউথওয়াশ দেওয়া হয়েছে, ওটা দিয়ে প্রতিদিন কুলি করবেন। ম্যাডামকে জিজ্ঞাসা করেছি- উনি বলেছেন, ‘আমার এখন আর কোনো প্রবলেম নাই’। ড্যাবের বিএসএমএমইউ শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার নানাবিধ সমস্যা। আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি, তার সর্বোচ্চ সুচিকিৎসা যেন দেওয়া হয়। আমরা ডাক্তার হিসেবে দূর থেকে যতটুকু দেখেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। উনার আরও ভালো ও উন্নত চিকিৎসা দরকার।

সর্বশেষ খবর