রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জঙ্গিবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

তালেবানে যোগদানের চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে  গ্রেফতার করা হয়েছে। ৩৩ বছরের ওই ব্যক্তির নাম দেলোয়ার মোহাম্মদ হোসাইন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কেও কেনেডি বিমানবন্দর  থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র : রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ওই ব্যক্তি মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তালেবানের সঙ্গে যোগ দিতে বিদেশ ভ্রমণে চেষ্টা করছিল। দেলোয়ার মোহাম্মদ  হোসাইন নামের ওই ব্যক্তি নিউইয়র্কেও ব্রোনক্স এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে বস্তুগত সহায়তা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মার্কিন নাগরিক হলেও দেলোয়ার মোহাম্মদ  হোসাইন মূলত বাংলাদেশি বংশোদ্ভূত। থাইল্যান্ডগামী একটি ফ্লাইট হয়ে চূড়ান্ত গন্তব্য আফগানিস্তানে পৌঁছানোর টার্গেট ছিল তার। কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের হয়ে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্যই দেশটিতে যেতে চেয়েছিল সে। শুক্রবার বিকালে তাকে ম্যানহাটনের আদালতে  তোলা হয়। এ সময় জামিন না দিয়ে তাকে আটক রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ফর দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক জিওফ্রে এস বারম্যান। তিনি বলেন, এফবিআই এবং এনওয়াইপিডি দুর্দান্ত কাজ করেছে। উড্ডয়নের আগেই ওই ব্যক্তির তালেবানের সঙ্গে যোগ দেওয়ার মারাত্মক পরিকল্পনা তারা বানচাল করে দিয়েছে। এ ঘটনায় দেলোয়ার মোহাম্মদ হোসাইনের সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড হতে পারে।

সর্বশেষ খবর