রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে আজ

সিরিজে ফিরতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটা ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই অসহায় আত্মসমর্পণ করে হেরেছে ৯১ রানে। প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজ। যদি স্বাগতিক শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে এক ম্যাচ হাতে রেখে জিতে যাবে সিরিজ। সিরিজে ফিরতে বাংলাদেশকে জিততেই হবে। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালও চাইছেন সিরিজে ফিরতে। জয়ের জন্য প্রথম ম্যাচের ভুলগুলোকে শুধরে খেলতে চাইছেন তামিমরা। প্রেমাদাসা স্টেডিয়াম এমনিতেই টাইগারদের জন্য সুখকর নয়। ৯ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। এমনকি লড়াই করতে পারেনি। ইতিহাস ও পরিসংখ্যান বলে- সব ম্যাচ ছিল একপেশে। আজ অতীত রেকর্ডগুলোকে পাথরচাপা দিয়ে জয়ের জন্য খেলতে চাইছেন তামিমরা। মালিঙ্গার বিদায়ী ম্যাচটি ছিল আবার অধিনায়ক তামিমের অভিষেক ম্যাচ। নেতৃত্বের প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। শুধু তামিম নন, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ছাড়া ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনরা। বোলিংয়ে ব্যর্থ ছিলেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা। তিন বছর পর খেলতে নেমে শফিউল ইসলাম ৬২ রানের খরচে নেন ৩ উইকেট। মুস্তাফিজ ২ উইকেট নিলেও ১০ ওভারে রান দেন ৭৫। রুবেল রান দেন ৫৪, স্পিনার মেহেদী মিরাজ ৫৬ রান দেন। ব্যাটিংয়ে মুশফিক ৮৬ বলে ৬৭ এবং সাব্বির ৫৬ বলে ৬০ রান করেন। আজ ৮ রান করলেই তামিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬ হাজারি ক্লাবে নাম লিখবেন মুশফিক।

সর্বশেষ খবর