শিরোনাম
রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যবসায়ীদের হয়রানি নয়

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের হয়রানি নয়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। তিনি বলেন, বড় বাজেটের জন্য বড় রাজস্ব দরকার। তাই যাদের জন্য মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রযোজ্য তাদের সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসা উচিত। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ভ্যাটের আইনের ওপর সচেতনতামূলক কর্মশালা’য় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানির বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘হয়রানির কথাটা আপনাদের অনেকের মুখে আসবে। হয়রানির বিষয়টা আপনারা ওদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদের বলে দেবেন- ওই অফিসার হয়রানি করছে। তখন তাকে আমরা শক্ত হাতে ধরব।’ ‘আমি যখন আমার অফিসারদের সঙ্গে কথা বলি তখন একটা কথা বলি- ব্যবসায়ীদের হয়রানি করবেন না। আপনি ব্যবসায়ীদের কাছ  থেকে যেটা নেন তাদের বাধ্য করে, সেটা চুরি, সেটা ময়লা খাবার। অথবা এমন কিছু বলি যেটা তাদের গায়ে লাগে- বলেন এনবিআর চেয়ারম্যান। মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, রাজস্ব বোর্ডের অনেকে হজ করতে যান। হজের মৌসুমে ছুটি দিতে দিতে একদম হাঁপিয়ে উঠতে হয়। এখন যদি হজের পর কর্মকর্তাদের স্বভাব পরিবর্তন না হয়, তাহলে কী লাভ হজ করে? ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এবার রাজস্ব আদায়ের পরিমাণ ২ লাখ ৩০ হাজার কোটি টাকার নিচে থাকবে। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা ছিল লক্ষ্যমাত্রা।

এটার জন্য খুব সমালোচনা হচ্ছে। মিডিয়ার লোকজন এবং অনেক থিংকট্যাংক বলছেন রাজস্ব  কেন আদায় হয় না। রেভিনিউ তো আসলে গলায় পাড়া দিয়ে আদায় করা যায় না। রাজস্ব আদায়ে সবার সহযোগিতা দরকার। কিছু সংশোধনী এনে ভ্যাট আইন বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রচলিত ভ্যাট আইনে পৃথিবীর সব দেশে একটা রেট থাকে। আমরা আমাদের ব্যবসায়ীদের সুবিধার জন্য বিভিন্ন রেট করেছি। ভ্যাট কাঠামো নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। উন্নত দেশে এর  থেকে অনেক বেশি ভ্যাট, ট্যাক্স দিতে হয়। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।’ ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন এনবিআরের মূসক বাস্তবায়নের সদস্য শাহনাজ পারভিন, উপ-প্রকল্প পরিচালক জাকির হোসেন খান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর