মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকার ডেঙ্গু যাচ্ছে সারা দেশে

আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে এক দিনে ভর্তি হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ডেঙ্গু যাচ্ছে সারা দেশে

শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী

সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বিভিন্ন জেলায় আক্রান্তদের অনেকে ঢাকা থেকে রোগ নিয়ে যাচ্ছেন। ঈদের সময় আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকার সরকারি- বেসরকারি হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৮৫৬ জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি ১২৫ জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ দেশের বিভিন্ন জেলায় তিনজন মারা গেছেন। এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে। রাজধানীর বাইরেও এডিস মশার বিচরণ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু দেশের বিভিন্ন জেলায় যারা আক্রান্ত হচ্ছেন তার প্রায় ৯০ ভাগ যাচ্ছে ঢাকা থেকে। স্বাস্থ্য অধিদফতর গতকাল জানিয়েছে, ৫০টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে ২৮ জুলাই সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৪ জন, ২৭ জুলাই ৬৮৩ জন, ২৬ জুলাই ৩৯০ জন, ২৫ জুলাই ৫৪৭ জন। ঢাকায় এডিস এজিপ্টি মশাই প্রধানত ডেঙ্গুর বাহক; তবে ঢাকার বাইরে থাকা এডিস এলবোপিকটাস মশাও ডেঙ্গু রোগের কারণ হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন-এলবোপিকটাস মশাও ডেঙ্গুর কারণ হতে পারে। আর এই মশাটি ঢাকার বাইরের অঞ্চলগুলোতে রয়েছে। সুতরাং এই মশার (এডিস এলবোপিকটাস) কোনোটি যদি ঢাকা থেকে যাওয়া কোনো ডেঙ্গু রোগীকে কামড় দেয়, তবে ওই এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) এক হাজার ৯৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৮২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। অধিদফতরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে নয় হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

রোগীকে গলাধাক্কা দিয়ে বের করে দিতে বললেন বিএসএমএমইউয়ের ডাক্তার : গত রবিবার দিবাগত রাত দেড়টা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাহমুদ নামের এক রোগীকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেলেন তার দুই স্বজন। সিএনজি থেকে নামিয়েই মেডিকেলের সি ব্লকে ডেঙ্গু সেলে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার মশারি টানিয়ে ঘুমাচ্ছিলেন। রোগীর স্বজনদের ডাকে তার ঘুম ভাঙে। ডাক্তার এসেই জানতে চাইলেন, রোগীর কী হয়েছে? ডেঙ্গু বলার পর, ডাক্তার গায়ে হাত দিয়ে পালস, প্রেসার চেক করলেন। দেখলেন সব ঠিক আছে। এমন সময় মাহমুদ আজহার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। তার ভাই মাসুদ পারভেজ তাকে ধরে রাখতে পারছিলেন না। পরে সিকিউরিটি এসে ধরাধরি করে বাইরে ফ্যানের নিচে বসানো হয়। রোগীকে হাসপাতালে ভর্তি নিতে বলেন, দায়িত্বরত ডাক্তার জানান, এ রোগীকে ভর্তি করা যাবে না। পালস, প্রেসার সব ঠিক আছে। বাসায় নিয়ে যান। রোগীর ভাই এ সময় বলেন, স্যার আমার ভাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তাকে ভর্তি করেন। ডাক্তার জবাব দেন, রোগী এখানে ভর্তি হতে নাটক করছে। রোগীর ভাই মাসুদ পারভেজ অভিযোগ করেন, আমি অনেকবার আকুতি করে বলেছি, স্যার আমার ভাইকে এখন ভর্তি করেন, পরে সুস্থ হলে বাড়ি নিয়ে যাব। এত রাত কোথায় নিয়ে যাব? এ সময় রাগান্বিত হয়ে ডাক্তার সিকিউরিটি গার্ডকে ডাক দিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দিতে বলেন। পরে আমরা সেখান থেকে চলে এসে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে ভর্তি হয়েছি।

ঢাকায় ৮৫৬ জন ডেঙ্গু রোগী : গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৮৫৬ জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি ১২৫ জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আরও ২৬৫ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বেসরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে এখন মৃতের সংখ্যা আটজন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে মিটফোর্ডে ১১৩, শিশু হাসপাতালে ৩৪, সোহরাওয়ার্দীতে ৪৮, হলি ফ্যামিলিতে ৪১, বারডেমে ২৩, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭, পুলিশ হাসপাতালে ২১, মুগদা মেডিকেলে ৬০, বিজিবি হাসপাতালে ১০ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে। একই সময়ে রাজধানীর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫৩১ জন। এদিকে আক্রান্ত ডেঙ্গু রোগীদের থেকে অন্যদের ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম পাঁচ শত মশারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়–য়া, ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলী উপস্থিত ছিলেন।

ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু : আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। দেশের বিভিন্ন স্থানে আক্রান্তদের অধিকাংশ বলেছেন, তারা ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২, কিশোরগঞ্জ সদর হাসপাতালে ১৮, চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে ৫, দিনাজপুর জেলা সদর হাসপাতালে ৯ জন ও ফরিদপুরে ভর্তি হয়েছেন আরও কয়েকজন। এ ছাড়া ঢাকার সাভার, বরগুনা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নোয়াখালী, ভোলা, রংপুর ও খাগড়াছড়িতে ভর্তি হয়েছেন আরও কয়েকজন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। নোয়াখালীতে ৪ জন। ভোলায় ৯ জন। রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে রামেক হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। বর্তমানে ৩৩ জন রোগীর চিকিৎসা চলছে। ডা. সাইফুল ফেরদৌস বলেন, রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। রোগীদের প্রত্যেকে ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গাজীপুর প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত গাজীপুরের কাপাসিয়ার আবদুল করিম সরকার (৬৮) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাভার : সাভারে শিশুসহ বিভিন্ন বয়সী অর্ধ শতাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে গতকাল দুপুরে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ফরিদপুর : জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক বাছেরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. সেলিম বিশ্বাস (৪২) নামের এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে সাজু নামের এক ব্যক্তি গাজীপুরের টঙ্গীতে কর্মরত অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। রংপুর : রংপুরের ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা হলো ৩৫ জন।

 এ ছাড়া রংপুর নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অনেকে ভর্তি রয়েছেন।

বগুড়া :  বগুড়ায়  মোট ৭৭  জন ক্লাসিক্যাল ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি আছে ৪০ জন। জেলার বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে আধুনিক সদর হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হলো।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ কর্নার করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। গতকাল পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন ডেঙ্গু রোগী। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

বরিশাল : বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী বেড়েছে ১৮ জন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা : সদর হাসপাতালে তিন নারীসহ সাতজন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এক নারীসহ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে চিকিৎসা নিয়েছেন আরও দুই নারী।

দিনাজপুর : দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী চিকিৎসাধীন। তবে এরা সবাই আশঙ্কামুক্ত ও প্রত্যেকে ঢাকায় আক্রান্ত হয়ে দিনাজপুরে আসে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস।  আসন্ন ঈদুল আজহাতে ঢাকাসহ বিভিন্ন জেলা হতে ঘরে ফেরা মানুষের কারণে দিনাজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

খাগড়াছড়ি : সদর হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে গতকাল সকালে বাড়ি ফিরেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১১ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর