শিরোনাম
বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ

আতঙ্ক ছড়াচ্ছে চার ধরনের ডেঙ্গু

মিলছে ডিইএনভি-৪ সেরোটাইপে আক্রান্ত রোগী, গতকাল হাসপাতালে ভর্তি ১৩৩৫, মৃত বেড়ে ৪৩, দ্বিতীয়বার আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি

জয়শ্রী ভাদুড়ী

আতঙ্ক ছড়াচ্ছে চার ধরনের ডেঙ্গু

ঢাকা মিটফোর্ড হাসপাতালে গতকাল ডেঙ্গু আক্রান্ত শিশুরা -রোহেত রাজীব

রাজধানী ছাড়িয়ে সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু জ্বর। ইতিমধ্যেই আক্রান্তের রেকর্ড অতিক্রম করেছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এদিকে আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর চার সেরোটাইপের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে দ্বিতীয়বারে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি ৫ শতাংশ বেশি। ডেঙ্গুর চার ধরনের সেরোটাইপ রয়েছে (ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪)। আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর কোন সেরোটাইপে মানুষ আক্রান্ত হচ্ছে সে বিষয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ। এ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, ২০০০ সালের ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় দেশের প্রথম ডেঙ্গু সেরোটাইপ নির্ণয় করা হয়। পরবর্তীতে ২০১৩-১৬ সাল পর্যন্ত এ সংক্রান্ত গবেষণা পরিচালিত হয়েছে। তিনি জানান, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ৬ হাজার ১২৯ জনের মধ্যে ১ হাজার ২৭৮ জনের ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ অনুপাত ১ : ২ দশমিক ৭। বর্তমানে চার ধরনের বা সেরোটাইপের ডেঙ্গু ধরা পড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পুরুষ। ৭৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৫ জনের ডিইএনভি-৪ পাওয়া গেছে। ১৬-৩০ বয়সের মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে ২৬ শতাংশ এনএস১ পজিটিভ, ৬ শতাংশ আইজিএম পজিটিভ, ৫ শতাংশ আইজিএম ও আইজিজি পজিটিভ। ১০০ জন আইজিএম ও আইজিজি পজিটিভ রোগীর মধ্যে মাত্র ৫ শতাংশের ডেঙ্গু হেমোরিজিক হওয়ার আশঙ্কা থাকে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (সংক্রামক ব্যাধি) অধ্যাপক ডা. বেনজীর আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আক্রান্তদের টাইপিং শনাক্ত হলে রোগ ব্যবস্থাপনা সহজ হয়। তবে রোগী পর্যায়ে টাইপিং নির্ণয় সম্ভব নয়। তিনি আরও বলেন, এ বছর আক্রান্তের বেশির ভাগই আগে একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কেউ ২/৩ বার আক্রান্ত হওয়াও বিচিত্র কিছু নেই। একাধিকবার আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। গবেষণা উপস্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে ডেঙ্গু সেল গঠন করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলে। শিশু বহির্বিভাগে গত দুই সপ্তাহে ২০০ ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু রোগীর মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। এর মধ্যে ঢাকার বাইরে ৩৬১ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। মারা গেছেন ৮ জন। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৩ জন মারা গেছেন। মঙ্গলবার মারা গেছেন চারজন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন লিটন হাওলাদার এবং ফারজানা হক। ফারজানা হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক ড. নুরুল আমিনের স্ত্রী। এ ছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুরের মো. আসলাম খান (২৪) ও পিরোজপুরের কাউখালী উপজেলার গোষনতারা গ্রামের মো. সোহেল (১৮)। তারা দুজনই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হন। মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।

স্বাস্থ্য বিভাগে ঈদের ছুটি বাতিল : মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ মুজিবুর রহমান বলেছেন, ডেঙ্গু পরিস্থিতিতে আসন্ন ঈদের ছুটিতে ঢাকার বাইরে যেতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন তাদের ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে ঢাকায় আক্রান্ত ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ছে সারা দেশে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে ওঠে এসেছে এই তথ্য।

সিলেট : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ ডেঙ্গু রোগী। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এখন পর্যন্ত ওসমানীতে যে ৪৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন তাদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

কুড়িগ্রাম : ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন আট জন। এরে মধ্যে ৫ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি তিনজন রেফার নিয়ে চলে গেছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ডেঙ্গু রোগী বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবারও ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালে এখন ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু রোগী শনাক্ত করতে টাকা নেওয়া হচ্ছে না।

গোপালগঞ্জ : প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে জেলা সদরে ৭ জন, মুকসুদপুরে ৪ জন এবং টুঙ্গিপাড়ার ৩ জন।

নাটোর : নাটোরে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানান নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিউল আওয়াল।

রাজশাহী : মঙ্গলবার পর্যন্ত রাজশাহী মেডিকেলে নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন ৪২ জন।

লক্ষ্মীপুর : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জন রোগী লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ফিরেছেন ৪ জন আর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে দুজনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ জন রোগী। তাদের মধ্যে ৬ নারী ও তিনজন পুরুষ।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬ জন। তাদের বেশির ভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন।

দিনাজপুর : দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ১৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস।

বগুড়া : বগুড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। জেলায় সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।

রংপুর : ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুরে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন এবং বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হন।

বাগেরহাট : বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ জানান, ডেঙ্গু রোগে বাগেরহাট সদর হাসপাতালে এ পর্যন্ত ৫ জন রোগী ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর