বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ

ইবনে সিনার চারজনের বিরুদ্ধে প্রতারণা মামলা

আদালত প্রতিবেদক

ডেঙ্গু শনাক্তকরণে রক্ত পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের কনসালটেন্ট প্রফেসর কর্নেল অব. মো. মনিরুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. রমজান আলী সরদার বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, ইবনে সিনা গ্রুপের চেয়ারম্যান ও ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান। এ বিষয়ে বাদীর আইনজীবী তানভীর আহমেদ সজীব জানান, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ঢাকা মহানগর হাকিম মো. দিদার হোসাইন অভিযোগের বিষয়ে তদন্ত করে রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী ২৫ জুলাই প্রচ  জ্বর নিয়ে ধানমন্ডি সাতমসজিদ রোডের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে ডেঙ্গু শনাক্তকরণে রক্তের এনএসআই, এজি ও সিবিসি পরীক্ষা করতে দেন। পরদিন ২৬ জুলাই রিপোর্ট সংগ্রহ করে দেখতে পান রক্তের প্লাটিলেট লেভেল ৭ লাখ ৮৪ হাজার সিএমএম। প্লাটিলেট লেভেল স্বাভাবিক থেকে অনেক বেশি হওয়ায় বাদী ভেঙে পড়েন। পরে ডেঙ্গু শনাক্তকরণ রক্ত পরীক্ষার ফলাফলে সন্দেহ হলে অন্য একটি হাসপাতালে রক্তের ওই পরীক্ষা করান। সেখানকার রিপোর্টে রক্তের প্লাটিলেট লেভেল ২ লাখ আসে যা ছিল স্বাভাবিক লেভেল। মামলায় বলা হয় ইবনে সিনার প্রতারণামূলক ভুল রিপোর্টের ভিত্তিতে বাদী ওষুধ সেবন করলে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং তার জীবননাশেরও আশঙ্কা ছিল।

সর্বশেষ খবর