বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আইনশৃঙ্খলা কমিটির বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, চিন্তা ডেঙ্গু

বিশেষ প্রতিনিধি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে সঙ্কট হচ্ছে ডেঙ্গু। এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব মাত্রাতিরিক্ত রূপ নিয়েছে। সেজন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। মন্ত্রী  বলেন, গুজবের বিষয়ে জাতির সচেতনতা কামনা করছি। সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে যাতে গুজবে কান না দেয়। গুজব ছড়ানো প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, মৌলবাদ-জঙ্গিবাদ শুধু মুসলমানরাই করে না বিভিন্ন ধর্মাবলম্বীরাও করে, যারা উগ্র। লন্ডন থেকে গুজব এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সরকারি দলের নেতাদের মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলতেন, নৌকায় ভোট দিলে মসজিদে আজান হবে না, উলুধ্বনি হবে। তিনি বলতেন, নৌকায় ভোট দিলে এ দেশ ভারত হয়ে যাবে এবং পদ্মা সেতু দিয়ে হেঁটে গেলে পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে। কাজেই তাদের দ্বারা সম্ভব মিথ্যাচার করা, গুজব সৃষ্টি করা। নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, মানুষ নিখোঁজ হচ্ছে আবার পাওয়া যাচ্ছে। এর বিভিন্ন কারণ আছে- মানুষ যখন দুর্নীতি করে তখন তারা পালিয়ে থাকে, আবার পারিবারিক সামাজিক চাপে অনেক সময় হঠাৎ উধাও হয়ে যায়। মস্তিষ্ক বিকৃতির কারণে উধাও হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সর্বশেষ খবর