বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভিআইপি শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, বাকিরা পাবলিক সার্ভেন্ট : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন, বাকিরা সবাই পাবলিক সার্ভেন্ট বলে মন্তব্য করেছে হাই কোর্ট। মাদারীপুরে ফেরিতে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে দায়ের করা রিটের শুনানিতে গতকাল এমন মন্তব্য করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ।

পরে অতিরিক্ত সচিবের নিচে নন, এমন পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। জনপ্রশাসন সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে তিতাসের পরিবারকে কেন ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহির উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। গত বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতাস ঘোষ। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে নেওয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা অব্যাহত রেখে দ্রুত ঢাকায় পৌঁছাতে প্রায় ৫০ হাজার টাকায় আইসিইউ সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। ওই সময় একটি ফেরি ঘাটেই ছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অতিরিক্ত সচিব আবদুস সবুর ম ল এই ঘাট দিয়ে ফেরি পার হবেন, এমন কারণ দেখিয়ে ফেরিটি ঘাট থেকে ছেড়ে যায়নি।  প্রায় তিন ঘণ্টা পর ফেরিটি ছাড়লেও অন্য প্রান্তে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তিতাস মারা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর