বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সাকিব রংপুর রাইডার্সে

ক্রীড়া প্রতিবেদক

সাকিব রংপুর রাইডার্সে

ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল এক বছরের চুক্তিবদ্ধ হয়েছেন। ২০১৫ সালের বিপিএলেও রাইডার্সের জার্সিতে খেলেছেন সাকিব। মাঝে তিন বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন। তিন আসরের মধ্যে ঢাকাকে একবার চ্যাম্পিয়ন করেছেন, দুবার ফাইনালে নিয়ে গেছেন। গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স-২ প্রেস কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর শেষে সাকিব বলেন, ‘রংপুর রাইডার্সে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’ এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এবং ফ্র্যাঞ্চাইজি দলটির চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন। সাকিব যোগ দেওয়ায় মাশরাফি বিন মর্তুজাকে ছাড়তে হবে রাইডার্স। তবে ‘আইকন’ ক্রিকেটার না থাকলে রংপুরের হয়েও খেলতে পারবেন ম্যাশ। রংপুর রাইডার্সে কোচ হিসেবে আছেন টম মুডি। গতবারের মতো এবারও তারকার সমাহার ঘটাতে যাচ্ছে রংপুর রাইডার্স। আর তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমি এর আগে রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলাম। এবার আমাকে অধিনায়ক করা হবে কিনা জানি না।  তবে দলে যে বিদেশি ক্রিকেটারই খেলুক না কেন আমার কোনো সমস্যা হবে না। সবার সঙ্গেই আমার পরিচয় আছে।’ বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম আসরেই তারা শিরোপা জিতেছিল। এবারও শিরোপার আশায় ‘আইকন’ হিসেবে সাকিবকে দলে নিয়েছেন তারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর