বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কে বিদেশে তা নয়, ডেঙ্গু মোকাবিলা হচ্ছে কিনা সেটাই বিষয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশে অবস্থান প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে দেশে আছে, কে নাই, সেটা দেখার বিষয় নয়। কাজ হচ্ছে কি-না সেটিই দেখার বিষয়। ব্যক্তি বিশেষের কর্মকা  নিয়ে প্রশ্ন না করে আসুন সবাই একযোগে কাজ করি। গতকাল সকালে ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের পাশের লেক পাড়ে দলের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এডিস মশার বিস্তার রোধের বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সেটি সফল করার জন্য কাজ করছি। আমরা ভাষণে বিশ্বাস করি না। এ সময় সারা দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তিন দিনব্যাপী এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, এডিস মশা মানুষের চেয়ে এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারব না। বিজয়ী হতে পারব না। আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ। এই কর্মকা  নিয়ে প্রশ্ন না করে সাংবাদিক ভাইয়েরা আসুন, আমরা একযোগে কাজ করি। অ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবারই দায়িত্ব আছে। আসুন আমরা একযোগে এই কর্মসূচিকে সফল করে তুলি। বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যে কোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিচ্ছন্নতা অভিযান শুধু এই নগরী নয়, সারা বাংলাদেশে পরিচালনা করব। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অ্যাকশন প্রোগ্রামে থাকব। এ সময় হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগের পরীক্ষা নামমাত্র মূল্যে বা বিনামূল্যে করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মাত্র ১০০ টাকা নিয়ে আপনারা চিকিৎসা করবেন। অনেক মানুষের পক্ষে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে রক্ত পরীক্ষা করা সম্ভব নয়। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ধানমন্ডি লেকের পাড় দিয়ে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর