বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দরিদ্রদের জন্য ক্ষতিকর আর্থিক সেবা নয়

নিজস্ব প্রতিবেদক

দরিদ্রদের জন্য ক্ষতিকর আর্থিক সেবা নয়

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দরিদ্রদের দেওয়া সব আর্থিক সেবা অন্তর্ভুক্তিমূলক নয়। এসব আর্থিক সেবার কোনো কোনোটি গরিব মানুষের জন্য উপকারী হলেও অন্যগুলো প্রয়োজন ও চাহিদার বিচারে তাদের জন্য যথোপযুক্ত নয়। এসব ক্ষতিকর আর্থিক সেবা থেকে তাদের রক্ষা করা প্রয়োজন। চীন সফররত প্রফেসর ইউনূস অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বক্তৃতা দিতে গিয়ে সম্প্রতি এসব কথা বলেন। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। গত ২৭ জুলাই চীন সফরে যান প্রফেসর ইউনূস। এই সফরের দ্বিতীয় অংশে বেইজিংয়ে কেইক্সিন মিডিয়া গ্রুপ এক প্রাতরাশ সভায় অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বক্তৃতা দিতে প্রফসর ইউনূসকে আমন্ত্রণ জানায়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ প্রায় ৭০ জন বিশিষ্ট ব্যক্তি এই সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর