বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

লুটেরারা ধরাছোঁয়ার বাইরে ভাবছেন

নিজস্ব প্রতিবেদক

লুটেরারা ধরাছোঁয়ার বাইরে ভাবছেন

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন শেয়ার বাজার লুটেরা, ব্যাংক লুটেরা, দলবাজ, দুর্নীতিবাজ, অসৎ রাজনৈতিক নেতা-কর্মী ও সরকারি অফিসারসহ অপরাধীরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভাবছেন। কাজেই সুশাসন প্রতিষ্ঠা করতে নতুন রাজনৈতিক চুক্তি দরকার। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, অতীতে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি, জঙ্গিরাও ভেবেছিল কেউই তাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু তাদের দম্ভ চূর্ণ হয়েছে, কেউই রেহাই পায়নি। যারা ভাবছেন রাষ্ট্র-সরকার-রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে- তাদের জন্য যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি, জঙ্গিদের মতোই করুন পরিণতি অপেক্ষা করছে। ২০০৯-২০১৮ সাল ছিল রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং উৎপাদন-উন্নয়নের যুদ্ধপর্ব। ২০১৯ সালে রাজনীতির নতুন পর্ব শুরু হয়েছে, সুশাসনের জন্য যুদ্ধপর্ব। সাবেক তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবার-স্বজনদের পাশে দাঁড়াতে হবে। এতে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মাইনুর রহমান, হাজী ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর