বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গুজব নয় গজব নেমেছে দেশে

নিজস্ব প্রতিবেদক

গুজব নয় গজব নেমেছে দেশে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গুজব নয়, গজব নেমেছে। শিশু ধর্ষণ, বন্যা পরিস্থিতি, গণপিটুনিতে মানুষ হত্যা, নারী হত্যা করা, ডেঙ্গু কোনোটাই গুজব নয়। এগুলো আসলে গজব। সরকার তার ব্যর্থতাগুলো আড়াল করে ক্ষমতায় টিকে থাকার জন্য গুজব বলে চালিয়ে যাচ্ছে। যদি জনগণের নির্বাচিত সরকার হতো, গণতন্ত্রের সরকার হতো তাহলে তারা দেশের মানুষের প্রতি আন্তরিক হতো। সরকার আন্তরিক হলে এগুলোকে গুজব বলতে পারত না।’ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডেঙ্গুরোগ, বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ,  ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম, ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, ড্যাব নেতা ডা. দিদারুল ইসলাম প্রমুখ। সভা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ড্যাব নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু সচেতনামূলক একটি র‌্যালি বের করেন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মহাসচিব স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ দাবি করেছেন। কারণ তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর