শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচারের অভাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচারের অভাব

সৈয়দ মনজুরুল ইসলাম

বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ সমাজের সর্বক্ষেত্রে ন্যায়বিচারের অভাব দেখা যাচ্ছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘ন্যায়বিচারের জন্য সাংবাদিকতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আযীম। স্মারক বক্তৃতায় সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য সংবাদমাধ্যম একটি বড় পাটাতন। মিডিয়া ব্যবহার করে সমাজের অনেক সমস্যা সমাধান করা যায়। সামাজিক মাধ্যমের মন্দ দিক ঝেড়ে ফেলে ভালো দিক নিলে এই ধারার মাধ্যম হতে পারে নাগরিক সাংবাদিকতার বড় প্রকাশ।’ সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, নিরপেক্ষতা বলে আসলেই কিছু নেই। নিরপেক্ষতা কখনই ভুক্তভোগী মানুষের পক্ষে যায় না, বরং শোষক-অত্যাচারীদের সাহায্য করে। এর আগে বিভাগের দিবস উপলক্ষে সকালে একটি র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে লেকচার থিয়েটারের সামনে শেষ হয়। পরে আরসি মজুমদার মিলনায়তনে আলোচনা সভায় বিভাগের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর