শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিশ্বের তুলনায় ডেঙ্গু বাংলাদেশে কম

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের তুলনায় ডেঙ্গু বাংলাদেশে কম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু রোগ বৈশ্বিক সমস্যা, পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কম। এটি নিয়ন্ত্রণ সম্ভব। ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। উপজেলায় কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশীদ হাওলাদারের রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু রোগীদের সহায়তায় এ রক্ত ব্যবহার করা হবে বলে জানান সংগঠনের সভাপতি হারুন-অর রশীদ হাওলাদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর