শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে আসবে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে আসবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে তাতে যেমন বিভিন্ন দিক থেকে আমরা আতঙ্কিত হচ্ছি, ঠিক তেমনি আমাদের জন্য আশার আলোও আছে। সরকারের সব সংস্থা নগর কর্তৃপক্ষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। আমরা আশা করি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এর মধ্য দিয়ে নাগরিক জীবনে স্বস্তি ও নিরাপত্তা আমরা ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’ গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের পুরনো ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের দুর্বলতার কথা তুলে বলেন, ‘আমার সততার কমতি নেই, তবে অভিজ্ঞতার ঘাটতি আছে। অভিজ্ঞতা অর্জনের জন্য কলকাতা সিটি করপোরেশনের একজন বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর