শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সৌদি আরবে ঈদুল আজহা ১১ আগস্ট

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের আকাশে গতকাল সন্ধ্যায় হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তুমাইর এলাকায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে। আজ থেকে জিলহজ মাস শুরু হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হজের অংশ হিসেবে হাজীরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদেশে রওনা হবেন। ৯ আগস্ট সারা দিন মিনায় অবস্থান করে রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

 হজের খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন হাজীরা। সেদিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাবেন। সেখানে হাজীরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান করবেন এবং শয়তানের স্তম্ভে কঙ্কর নিক্ষেপের জন্য তা সংগ্রহ করবেন। ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তানকে) পাথর নিক্ষেপ করতে তারা মিনায় যাবেন। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন হাজীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর