শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী

প্রতিদিন ডেস্ক

ডেঙ্গু এখন রাজধানীর পর সারা দেশে ছড়িয়ে পড়েছে। এতে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমনকি ঈদকে কেন্দ্র করে এ রোগ প্রত্যন্ত পর্যায়ে বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রের খবর, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ পাওয়া তথ্যে রাজধানীসহ সারা দেশে গতকাল ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে বা যারা ঢাকা ছাড়তে চান তাদের রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর- রাজশাহী : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক। তিনি এখন চিকিৎসাধীন। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এফ এম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলী আশরাফুল হক দাফতরিক কাজের জন্য ঘন ঘন রাজশাহী-ঢাকা যাতায়াত করছিলেন। এরইমধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন।  ডেঙ্গু জ্বরের লক্ষণও অনুভব করেন। এ অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই বৃহস্পতিবার আশরাফুল হকের ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি  চিকিৎসক নিশ্চিত করেছেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, গতকাল পর্যন্ত ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এর মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে চিকিৎসাধীন ৫২ জন। বরিশাল : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৬ জন নিয়ে গতকাল দুপুর পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ১১৪ জন রোগী। বগুড়া : বগুড়ায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ৭৪ জন  ডেঙ্গু রোগী  বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : ‘ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণসচেতনতামূলক র‌্যালি করেছে পুলিশ। উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেনের (সরাইল সার্কেল) নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়। চুয়াডাঙ্গা : প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী আসছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত দুই দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আরও সাত নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২০ ডেঙ্গু রোগী। এদের সবাই ঢাকা থেকে এসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় আরও চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫০ জন ডেঙ্গু আক্রান্ত হলো। আক্রান্তরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পূর্ণ বয়স্ক এডিস মশা ও এডিস মশার লাভার সন্ধান পাওয়া গেছে। গত দুদিনে সিভিল সার্জন কার্যালয়ের অ্যান্টোমোলজি টেকনিশিয়ানরা পৌর এলাকার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে এডিস মশা ও লাভার সন্ধান পেয়েছেন। মাদারীপুর : ২৪ ঘণ্টায় আরও ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে গতকাল বেলা ১২টা পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি আছে ১৫ জন। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা : ৮ জুলাই থেকে ১ আগস্ট বেলা ১২ টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতাল, আমতলী ও বেতাগী স্বাস্থ্যকেন্দ্রে ৩৫ জনকে ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৫ জন বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন রোগীদের মধ্য গতকাল সকাল ১০টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে চারজন ও বেতাগী স¦াস্থ্য কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত একজন ভর্তি হয়েছেন। নাটোর : ডেঙ্গুর প্রভাব মোকাবিলায় নাটোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন কার্যক্রম। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল সকালে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডেঙ্গুর বিস্তার : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই সঙ্গে গত সপ্তাহে বিভিন্ন হলে দেড় শতাধিক ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর খবর জানা গেছে। 

তবে আক্রান্তের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেও ডেঙ্গু প্রতিরোধে টনক নড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার যন্ত্রপাতি আনাসহ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে ঈদুল আজহা সামনে রেখে আগেভাগেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর