রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
পেশাদার ফুটবল লিগ

বসুন্ধরার ঘরে স্বপ্নের ট্রফি

রাশেদুর রহমান

লিগে শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। হারজিতের পরোয়া নেই। অভিষেকই লিগ জয়ের গৌরবদীপ্ত দলটা শেষ ম্যাচটা খেলল মনের আনন্দে। কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস বার বারই হামলে পড়লেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সের ওপর। মার্কোসের উঁচু মাথা লক্ষ্য করে বার বারই বল ছুঁড়েছেন তিনি। মতিন মিয়া প্রতিপক্ষের ডিফেন্সে কাঁপন ধরিয়েছেন। বিপরীত দিকে নিজেদের ডিফেন্স লাইনটা ভালোভাবেই সামলেছেন ফয়সালরা। লিগের শেষ ম্যাচটায় চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করল বসুন্ধরা কিংস। আগেই নিশ্চিত হওয়া শিরোপা ঘরে তুলল কিংসরা। বাংলাদেশের ফুটবলে সত্যিকারেই রাজার মুকুট অর্জন করল অস্কার ব্রুজোনের দল। বল না পেয়ে পাগলের মতো হয়ে ওঠল চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। বল দখলে রাখার কী অপূর্ব কৌশল। দ্রুত গতির ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাসিং এবং সংঘবদ্ধ আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠল প্রতিপক্ষ। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন ‘বল নিয়ন্ত্রণের মধ্যদিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে’র স্প্যানিশ নীতি বসুন্ধরা কিংসকে ভালোভাবেই রপ্ত করিয়েছেন। গতকাল শিরোপা উৎসবের ফাঁকে এর রহস্য উন্মোচন করলেন কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, ‘আমরা প্রচ  পরিশ্রম করেছি। ছেলেরা ভিডিও সেশনে খুব মনোযোগী ছিল। পাশাপাশি অনুশীলনে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছে।’ এর ফলটাই পেয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ফল পেয়েছেন অস্কার ব্রুজোন নিজেও। তিনি লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন। গতকাল শেষ ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা বসুন্ধরা কিংস গোল করে ম্যাচের ১৬ মিনিটে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিয়াসের শটে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার। গোলকিপার মনে করেছিল ডিফেন্ডার বল সেভ করবে। কিন্তু তা করতে পারেনি ডিফেন্ডার। তার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। গোলটা অবশ্য মার্কোসের নামেই লেখা হয়। প্রথমার্ধের শেষদিকে এক পেনাল্টি গোলে সমতায় ফিরে চট্টগ্রাম আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিলেও আর গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই বসুন্ধরা কিংস উৎসবে মেতে ওঠে। দীর্ঘ একটা মৌসুমের সব ক্লান্তি যেন মুছে যায় তাদের মুখ থেকে। সেখানে কেবলই খেলা করতে থাকে বিজয়ীর হাসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর