রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভিজিএফ কার্ড নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১, আহত ১৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফ চালের কার্ড সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে হাফিজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন। নিহত হাফিজ উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা। জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গতকাল দুপুর ১২টার দিকে ফুলপুর পৌরসভার সামনে মহিলা ডিগ্রি কলেজের মাঠে ভিজিএফের কার্ড নিতে হাজারো নারী-পুরুষ জড়ো হন। এ সময় ইউএনও সাইফুল ইসলাম, পৌর মেয়র আমিনুল হক, পিআইও শফিকুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। পরে কার্ড বিতরণের সময় কলেজ মাঠের বাইরে থেকে আরও মানুষ ভিতরে ঢুকতে চান। এ সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে আতঙ্কিত হয়ে কার্ড নিতে আসা মানুষ ছোটাছুটি শুরু করলে কমপক্ষে ১৫ জন আহত হন। তাদের মধ্যে পদদলিত হয়ে গুরুতর আহত হন হাফিজ উদ্দিন ও ফিরোজা খাতুন নামের দুজন। পরে উপস্থিত লোকজন তাদের দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। অন্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন বিকালে মারা যান। তবে মেয়র আমিনুল ইসলামের দাবি, নির্বাচনে তার প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর জন্য এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছেন। তিনি জানান, ৪ হাজার ৬২১ জনের তালিকার মধ্যে প্রায় শেষের দিকে কার্ড বিতরণ চলছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজন ঢুকতে গিয়ে হুড়োহুড়ি বাধান। এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পদদলিত হয়ে অনেকেই আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, এ ঘটনায় পুলিশের কয়েক সদস্যসহ ভিজিএফের কার্ড নিতে আসা ব্যক্তিরা আহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর