রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এডিস মশা আওয়ামী লীগ-বিএনপি চেনে না

নিজস্ব প্রতিবেদক

এডিস মশা আওয়ামী লীগ-বিএনপি চেনে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এডিস মশা আওয়ামী লীগকেও চেনে না, বিএনপিও চেনে না। সরকারি দল চেনে না, ডাক্তারও চেনে না, ইঞ্জিনিয়ারও চেনে না। ধনী-গরিব কাউকেই চেনে না। এদের সুযোগ দিলে সুযোগটা পায়। ভয়াবহ এই ডেঙ্গু সমস্যার সমাধান মিলেমিশে করতে হবে, সম্মিলিতভাবে করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার আন্দোলনের ‘মানবাধিকার ও আইনের শাসনের চরম অবনতি : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, খন্দকার মো. মহিউদ্দিন মাহি প্রমুখ উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন দুর্নীতির আড্ডাখানা। সে কারণেই আজ ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। তিনি বলেন, দেশের অবস্থা ভয়াবহ। ডেঙ্গুতে মানুষ মরছে, বন্যায় মানুষ ভাসছে- সে অবস্থায় সরকারের মন্ত্রীরা ব্যক্তিগত সফরে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। এদের কোনো কা জ্ঞান নেই। জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। আসলে তারা তো জনগণের ভোটে নির্বাচিত নন। মানুষের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের প্রতি ন্যূনতম দায়িত্বটুকু পালন করতেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক নেত্রীর মুক্তি হয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমাদের নেত্রী জেলখানায় যাওয়ার পর আমরা কোনো আন্দোলন করতে পারিনি, যে কারণে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে। আর আন্দোলনের এমন কোনো আওয়াজও আমরা আদালতে দিতে পারিনি। বেগম জিয়াকে মুক্তি না দিলে জজদের ওপরে জনগণ ক্ষুব্ধ হবে, সেই বার্তাও আমরা দিইনি। গয়েশ্বর চন্দ্র রায় ডেঙ্গু মশার সঙ্গে ক্ষমতাসীনদের তুলনা করে বলেন, ডেঙ্গু বনাম খুন-গুম-নারী নির্যাতন। এই দুটোর যদি প্রতিযোগিতা হয়, দেখা যাবে ডেঙ্গু এখনো শিরোপা অর্জন করতে পারেনি। ডেঙ্গুতে এই পর্যন্ত যতজন মারা গেছে, তার চেয়ে গুম-খুন-নারী নির্যাতনে লাশের মিছিল অনেক বড়। তাহলে ডেঙ্গুর চেয়ে আরও ভয়াবহ কে? এই সরকার। তারা ডেঙ্গুর চেয়েও ভয়ানক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর