সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
যেভাবে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ

এডিসের বংশবিস্তার নির্মূল করতে হবে

রশীদ-ই-মাহবুব

নিজস্ব প্রতিবেদক

এডিসের বংশবিস্তার নির্মূল করতে হবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেছেন, ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে জরুরিভাবে এডিস মশার বংশবিস্তার নির্মূল করতে হবে। এর পরই জোর দিতে হবে রোগী ব্যবস্থাপনায়। আক্রান্ত রোগীকে অবশ্যই মশারির মধ্যে রেখে সেবা দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, রোগের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এডাল্ট এডিস মশা। এগুলোকে মশার ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করতে হবে। এডিস মশার চক্র পরিহার করতে হবে। মশার কামড় থেকে বাঁচতে ফুল হাতা শার্ট এবং পা ঢেকে রাখার ব্যবস্থা করতে পারলে উপকার পাওয়া যাবে। এই মশা সাধারণত সকালে এবং সন্ধ্যায় বেশি কামড়ায়। তাই এই সময়গুলোতে খেয়াল করা যেতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিয়ন্ত্রণের বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।

সর্বশেষ খবর