সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
যেভাবে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ

আক্রান্তের ঢাকা না ছাড়া ভালো

এ বি এম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আক্রান্তের ঢাকা না ছাড়া ভালো

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ঈদে ঢাকা না ছাড়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, ডেঙ্গু রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার মধ্যে থাকতে হবে। ঢাকার বাইরে গেলে তার চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে। বিপদ ঘটতে পারে। এতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যাহত হবে। তবে যারা আক্রান্ত হওয়ার পর ভালো হয়ে গেছেন তাদের গ্রামে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যারা ঢাকা থেকে গ্রামে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেন তাদের দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে যেতে হবে। তিনি ঢাকা থেকেই জীবাণু নিয়ে গেছেন। তবে গ্রামে এডিস মশা তেমন না থাকায় ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলা যায়। অধ্যাপক আবদুল্লাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এমনিতে এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন দেরিতে কাজ শুরু করেছে। তবে শুধু তাদের কাজেই হবে না। এয়ারপোর্টসহ কিছু জায়গায় সিটি করপোরেশন যেতে পারে না। সেখানেও মশার বিস্তার রোধ করতে হবে। ডেঙ্গুবাহী এডিস মশা বড় বড় দালান-কোঠাতেই বেশি থাকে। ঘরে বা ঘরের বাইরে পরিষ্কার পানি পেলেই ডিম পাড়ে। পড়ে থাকা ফুলের টব, ডাবের খোসা, ক্যান ও টায়ার ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এগুলো নিজ দায়িত্বে সব নাগরিককে পরিষ্কার করতে হবে। সর্বোপরি মশার প্রজননস্থল ধ্বংস করে দিতে হবে। পাশাপাশি প্রাপ্তবয়স্ক মশাকে ওষুধ দিয়ে মারতে হবে।

সর্বশেষ খবর