সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
যেভাবে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ

জ্বর এলে চিকিৎসকের কাছে যেতে হবে

-খান মো. আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

জ্বর এলে চিকিৎসকের কাছে যেতে হবে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষ মেডিসিন  বিশেষজ্ঞ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা, মশার বংশবিস্তার বন্ধ করা এবং মানুষের মনের ভীতিকর অবস্থা দূর করতে হবে। জ্বর আসলে চিকিৎসকের কাছে যেতে হবে। উপসর্গ শুনে সে অনুযায়ী টেস্ট কিংবা বাকি ব্যবস্থার পরামর্শ চিকিৎসক দেবেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, অনেক সময় প্লাটিলেট নিয়ে চিন্তিত হয়ে পড়েন রোগী এবং তার স্বজনরা। অনেক সময় চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করেন প্লাটিলেট দেওয়ার জন্য। প্লাটিলেট নিয়ে এত চিন্তার কিছু নেই। প্লাটিলেট ৫০ হাজারের নিচে অতি দ্রুত নেমে গেলে কিংবা রক্তক্ষরণ হলে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ জন্য রোগী ভর্তির পর তাদের ডেঙ্গু বিষয়ে একটা কাউন্সিলিং দেওয়া জরুরি। এরপর তরল খাবার দিতে হবে। পানি, স্যুপ, ডাবের পানি যতটুকু পারে খাওয়াতে হবে। তরল না খেলে রোগীর ক্ষতি হবে। এই মেডিসিন বিশেষজ্ঞ আরও বলেন, রোগী বাড়লে ভাইরাসের বাহক বাড়ে। তাই রোগীকে যেন মশা কামড়াতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাতে রোগের সংক্রমণ আরও বাড়বে।

সর্বশেষ খবর