সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
যেভাবে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ

তিন স্তরে মশক নিধন করতে হবে

খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

তিন স্তরে মশক নিধন করতে হবে

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির  প্রধান কিটতত্ত্ববিদ মো. খলিলুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে চাইলে এডিস মশা নির্মূল করতে হবে। লার্ভা থেকে শুরু করে পূর্ণ বয়স্ক মশা নিধন করতে হবে। জনগণকে সচেতন করে এই সার্বিক কাজ এগিয়ে নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে কাজ করতে হবে। পরিবেশে প্রচুর পূর্ণ বয়স্ক মশা ছড়িয়ে রয়েছে। এগুলো নিধনে সঠিক মাত্রায় ওষুধ স্প্রে করতে হবে। লার্ভা নিধনে উৎসগুলোতে নজর দিতে হবে। এর মধ্যে টায়ার, চৌবাচ্চা, ড্রাম, লিফটের নিচের গর্ত লার্ভার অন্যতম উৎস। তাই এ জায়গাগুলোতে নজর দিতে হবে।

প্রতিদিন যেসব পাত্রে পানি রাখা হয় তা ঢেকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এডিস মশা ডিম পাড়ার সুযোগ পাবে না। জনগণ সচেতন হলে কাজ অনেক সহজ হয়ে যাবে। কমিউনিটির মানুষকে সঙ্গে নিয়ে এডিস নিধনে কাজ করতে হবে। এডিস মশা নিধন করতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

সর্বশেষ খবর