সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সিঙ্গেল ডিজিটে সুদহার শিগগির

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গেল ডিজিটে সুদহার শিগগির

ব্যাংক ঋণের সুদ দ্রুত সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আমানত সংগ্রহের ক্ষেত্রে ৬ শতাংশ এবং ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার বাস্তবায়নে শিগগিরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থমন্ত্রী বলেছেন, এই নির্দেশনা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ব্যাংকিং খাতে লুটপাট আর হবে না। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেসরকারি খাতের ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে দেশের সব বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যাংক ব্যবসার অনুমোদন যারা দেন, তারা বাতিলও করতে পারেন। সুতরাং এর বাস্তবায়ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এ মুহূর্তে সরকারিসহ মোট ১৬টি ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করেছে। আস্তে আস্তে সব ব্যাংকই সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ব্যাংকের শীর্ষ ব্যক্তিদের ডেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে সবাইকে টিকে থাকতে হবে। বাস্তবতার বাইরে গিয়ে সুদহার নির্ধারণ, চক্রবৃদ্ধি হারে সুদ- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শুধু গ্রাহক নয়, ব্যাংকারদেরও এটা মনে রাখতে হবে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকিং খাতের সব পরিস্থিতি ভালো হয়ে আসবে। তারল্য সংকট, খেলাপি ঋণসহ ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সংবাদমাধ্যমে ঘোষণা দেওয়া হবে। আমরা রাইট অফ করে ব্যাংকের ব্যালান্সশিট পরিষ্কার করতে চাই না। গত ১০-১৫ বছরে যে টাকা ফেরত আসেনি, তা রেখে কী লাভ। যদি সিঙ্গেল ডিজিটে নামিয়ে এসব টাকা ফেরত আনা যায়, তাতে কোনো সমস্যা হবে না। আইনি যে ঝামেলা রয়েছে তা ঈদের পর ঠিক হয়ে যাবে। খেলাপিরা কোথাও পালিয়ে যেতে পারবে না।’

সর্বশেষ খবর