সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কারণে হজযাত্রীদের ভোগান্তি হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কারণে হজযাত্রীদের ভোগান্তি হয়নি

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, প্রতিবছরই হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হজযাত্রা নির্বিঘ্ন করতে বর্তমান সরকার সম্ভব সব ধরনের চেষ্টা করছে। গতকাল আশকোনায় ঢাকা হজ অফিসে এ বছরের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত  ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান, ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলীম, হাব নেতা মাওলানা ফজলুর রহমান প্রমুখ। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ করে জানতে চান, প্রতারিত হয়ে হজে যেতে পারছেন না, এমন কেউ কি আছেন? তখন বয়োবৃদ্ধ চারজন হজযাত্রী মঞ্চের কাছে এগিয়ে এসে তাদের আইডি কার্ড ও ভিসার কপি দেখিয়ে বলেন, আমরা এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছি। প্রত্যেকেই সাড়ে তিন লাখ টাকা করে এজেন্সিকে দিয়েছি। আমাদের ভিসাও হয়েছে। এখন বিমান টিকিট আমাদের দেওয়া হচ্ছে না। প্রতিমন্ত্রী তাৎক্ষণিক হজ অফিসারকে বিষয়টি দেখার নির্দেশ দিয়ে হজযাত্রীদের বলেন,  আপনাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই হজে যেতে পারবেন। তিনি বলেন, হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে কেউই ছাড় পাবে না। এই চার হজযাত্রী হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ইদ্রিস আলী, নুরুল ইসলাম, জাহানারা বেগম ও আবদুস সবুর খান।

সর্বশেষ খবর