বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মৈত্রী সীমান্ত হবে বাংলাদেশ-ভারত

দিল্লিতে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

মৈত্রী সীমান্ত হবে বাংলাদেশ-ভারত

সীমান্ত দিয়ে সন্ত্রাস রোধসহ দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা নিয়ে ম্যারাথন বৈঠকের পর ভারত-বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর গত রাতে জারি করা যৌথ বিবৃতিতে সীমান্তকে মৈত্রী সীমান্তে রূপান্তরিত করা এবং চিকিৎসা, পর্যটন ও বাণিজ্যিক ভিসা ব্যবস্থার সরলীকরণের বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই প্রথম বৈঠক হয় দুই দেশের নির্বাচনের পরে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলোতে অবৈধ প্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্যের জন্য এই বৈঠক শুরু হয় সন্ধ্যায় নর্থ ব্লকে। প্রথমে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। সেই বৈঠক চলে দীর্ঘক্ষণ। তারপর শুরু হয় সচিব পর্যায়ের বৈঠক। ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ উভয় দেশ যৌথ বিবৃতিতে সম্মতি প্রকাশ করে। প্রথমে যে যৌথ বিবৃতি তৈরি হয়েছিল তা পরে সংশোধন করা হয়। বলা হয়েছে উভয় দেশের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধিসহ জনতার সঙ্গে জনতার সম্পর্ক বাড়ানোর জন্য ভিসা ব্যবস্থার আরও সরলীকরণ করা হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এও আশ্বাস দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য ভারত উদ্যোগ নেবে। বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ একমত হয়েছে সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ রুখে সীমান্তকে নিরাপদ অঞ্চল করা হবে। সীমান্তের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সীমান্তের পরিকাঠামো সংক্রান্ত যেসব বিষয় বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে উভয় দেশ একমত হয়েছে। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের ভারতবিরোধী শক্তিকে প্রশ্রয় না দেওয়ার নীতি প্রশংসা করেছেন। উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনার জন্য যে বর্তমান সহযোগিতা রয়েছে-তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সীমান্তকে মৈত্রীর সীমান্তে রূপান্তরিত করার জন্য একমত হন। সাধারণত এই ধরনের বৈঠকে সীমান্তে হত্যা কমানোর বিষয়ে যেসব বিষয় পূর্বে উল্লিখিত হতো তার সরাসরি কোনো উল্লেখ নেই। যৌথ বিবৃতিতে বলা হয়- ভারত-বাংলাদেশের আজ যে সম্পর্ক তা বিশ্বের কাছে রোল মডেল।  স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটি সপ্তম দ্বিপক্ষীয় বৈঠক।

সর্বশেষ খবর