বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর ইস্যু পর্যবেক্ষণ করছে সরকার : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের কাশ্মীর ইস্যু পর্যবেক্ষণ করছে সরকার। ভারত কাশ্মীর নিয়ে ৩৭০ ধারা বিলুপ্ত করেছে। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই।’ গতকাল রাজধানীর মাজার রোডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমরা লোক দেখানো কর্মসূচি পালন করে জনগণকে ভাঁওতা দিতে চাই না, প্রতারণা করতে চাই না। দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যার যার ঘর, ঘরের আঙিনা, যার যার কর্মস্থল, আশপাশের এলাকা, স্কুল, কলেজ ক্যাম্পাস এবং বিপণিবিতান পরিচ্ছন্ন রাখুন। এটাই হচ্ছে শেখ হাসিনার নির্দেশ। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে অ্যাকশন প্রোগ্রাম। এই অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন, ডেঙ্গুবিরোধী অ্যাকশন, এডিসবিরোধী অ্যাকশন। এটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম।’  সেতুমন্ত্রী বলেন, ‘কারও ঘরের কাছে বা ঘরে যদি এ ধরনের পানি জমা থাকে, যেখানে মশা তৈরি হচ্ছে এ রকম আমরা যদি দেখতে পাই, তাহলে তাদের ফাইন করা হবে।’ তিনি বলেন, ‘মশারি টাঙানোর বিকল্প নেই। আপনি যখন ঘুমাতে যাবেন, রাতের বেলায় তো অবশ্যই, দিনের বেলায়ও মশারি ব্যবহার করবেন।’ মশা নিধনে কার্যকর ওষুধ শিগগিরই আসছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ চায় সেই ওষুধ। মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সিটি করপোরেশনের মেয়র সাহেব বলছেন, ব্যবস্থা করছেন। দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ আমরা পাব, ঢাকায় এসে পৌঁছাবে।’ এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর